



#কলকাতাঃ বিশ্বভারতীর জমি দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল। বুধবার হাওড়া স্টেশনে এমন অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, এর আগেও বিশ্বভারতীর বহু জমি দখল হয়েছে। রাজ্যের শাসক দলের মদতেইে তা হয়েছে। আরযাতে জমি দখল না হয় তারজন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
প্রসঙ্গ মঙ্গলবার বিশ্বভারতীর জমিতে পাঁচিল দেওয়া নিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। সেই প্রসঙ্গে এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন বিক্ষোভে সবাই তৃণমূলের ছিল। তারপরই বিশ্বভারতীর সম্পত্তি রক্ষায় উপচার্যর পাঁচিল দেওয়াকে সমর্থন করেন দিলীপ ঘোষ। তিনি সাংবাদিকদের জানান উপচার্য সঠিক কাজ করেছেন।
নিজের সম্পত্তি রক্ষার অধিকার উপচার্যের রয়েছে। বরং বিশ্বভারতীর গেটে যারা ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়নি পুলিশ। পুলিশ পুরোটাই দাঁড়িয়ে দেখেছে। দলদাস পুলিশের থেকে অবশ্য মানুষ এরথেকে বেশি কিছু আশা করে না বলে জানান দিলীপ ঘোষ।
