News Britant

সিঙ্গেল পেরেন্টিংয়ের গল্প বলবে আপনজন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#বিনোদন ডেস্ক: অংশুমান প্রত্যুষের পরিচালনায় এবারে বাংলা ছবিতে একসাথে জুটি বাঁধছেন অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছবির নাম “আপনজন”, মুক্তি পাবে “এসকে মুভিজ” এর ব্যানারে প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনাতে। সিঙ্গল পেরেন্টিংয়ের গল্প বলবে ছবি “আপনজন”।

ছবিতে একজন সিঙ্গল মাদারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে, অন্যদিকে একজন সিঙ্গেল ফাদারের চরিত্রে দেখা যাবে অভিনেতা জিতু কমলকে। ঘটনাচক্রে একে অপরের সাথে দেখা হয় এই দুজনের , কিন্তু নিজেদের সন্তানের ভবিষ্যৎ এর চিন্তায় নিজেদের সম্পর্ক নিয়ে এগোবে কিনা তা নিয়ে দোলাচলে থাকে দুটি চরিত্র।

ছবিতে রুপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, অন্যদিকে পার্থিব চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল। ছবিতে আরো একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল সরকার, যাকে পুরোপুরি ভিন্ন লুকে দেখা যাবে এই সিনেমায়। ছবিতে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী বিলাস ও উদিতা।

পরিচালক অংশুমান প্রত্যুষ জানান “অনেকদিন থেকে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও অভিনেতা জিতু কমলের সাথে কাজের কথা চলছিল। বেশ কয়েকটি চিত্রনাট্য নিয়ে আলোচনা করার পর এই ছবিটি নিয়ে আমরা শ্যুটিং ফ্লোরে যাচ্ছি। ছবির অনেকটাই শ্যুটিং হবে লন্ডন শহরে, কলকাতা শহরেও কিছু শ্যুটিং হবে। পুরোপুরি ভিন্ন স্বাদের গল্প এই “আপনজন”। আশা করছি দর্শকদের ভালো লাগবে”। চলতি মাসে শ্যুটিং শুরু হবে ছবি “আপনজন” এর।

Leave a Comment

Also Read