News Britant

গরমে ইসলামপুরে পানীয় বিতরণ মাড়োয়ারি যুব মঞ্চের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা। দহনে পুড়ছে গোটা বাংলা। জেলায় জেলায় বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। ৪০-৪২ এর মধ্য ওঠা নামা করছে। এই পরিস্থিতিতে জনজীবন প্রায় বিপর্যস্ত। অসহ্য গরমে অসুস্থ হয়ে পরছেন সাধারন মানুষ। বাড়ছে সানস্ট্রোকের প্রবনতা। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেদিকেই চেয়ে রয়েছে আমজনতা।
এই পরিস্থিতিতে সামাজিক উদ্যোগ গ্রহন করল ইসলামপুর মাড়োয়ারি যুব মঞ্চ নামের একটি সংগঠন। এই সংগঠনের সদস্যরা এদিন পথ চলতি মানুষের হাতে তুলে দেন ঠান্ডা পানীয়। যার জেরে কিছুটা স্বস্তিতে সাধারন মানুষ। এই পরিস্থিতি আগামীতেও জারি থাকবে বলে জানান সংগঠনের সদস্যরা।

Leave a Comment

Also Read