



#কল্যান ব্যানার্জী, করনদীঘি: করনদীঘি শিরুয়া মেলাতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ। নিরীহ মানুষেরা এই লাঠির আঘাত থেকে রক্ষা পায়নি। নিমেষেই ফাঁকা হয়ে যায় করনদীঘি মেলা চত্বর। পুলিশ জানিয়েছে, মেলাতে অবৈধভাবে চলা চিত্রাহারকে কেন্দ্র করে গন্ডোগোল বাঁধে।
ডালখোলা থানার বেগুয়া গ্রামের যুবক রেজাবুল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতাল ও পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেই গন্ডোগোল যাতে বেশীদুর না গড়ায়, সেই প্রয়োজনে হালকা লাঠিচার্জ করা হয়েছে। এতে কেউ আহত হয়নি। পরিস্থিতি একেবারে শান্ত রয়েছে। এই মেলা কমিটির পক্ষ্যে সুরজিৎ পাল বলেন, চিত্রাহার বহু বছর থেকে মেলাতে চলে আসছে।
তা থেকেই ঝামেলার সূত্রপাত। চিত্রাহার গুলিকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। মেলা ঠিকমত চলবে। সকলে মেলা দর্শনে নিশ্চিন্তে আসতে পারেন। করনদীঘির বিধায়ক গৌতম পাল বলেন, ঝামেলার কথা শুনেই মেলাতে গিয়ে পৌছাই। পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। আজ থেকে মেলাতে থাকবো। নিজে দাঁড়িয়ে থেকে শান্তিপূর্ন মেলা পরিচালনাতে সাহায্য করব।
