



#মালবাজার: শুক্রবার ডুয়ার্সের মাল ব্লকের বিভিন্ন চাবাগানে চারটি জল প্রকল্প চালু ও একটি রাস্তার কাজের শুরু করলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বুলু চিকবরাইক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এই অনুষ্ঠান গুলিতে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা।


এদিন সকালে রাঙামাটি চাবাগানের রানিখোলা ডিভিশনের শ্রমিক মহল্লায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিশ্রুত পানীয়জল সরবরাহের কাজ চালু করেন। এই এলাকায় জলের সমস্যা ছিল। পাশের ঝোড়ার জল অনেকে ব্যবহার করতেন। এই সমস্যা দূর করতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের উদ্যোগে পাইপ লাইনের মাধ্যমে মহল্লার বাড়ি বাড়ি ও রাস্তার পাশের কলে জল পৌঁছে দিতে কাজ শুরু হয়।


শুক্রবার সেই জল সরবরাহের কাজ নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু করেন মন্ত্রী। জল পান করে তার বিশুদ্ধতা পরখ করে দেখেন সৌরভ চক্রবর্তী। বাড়িতে জল পেয়ে খুবই খুশি মহল্লার বাসিন্দা জয়ন্তী বরাইক, সোমারি লোহারের মতো মহিলারা। এরপর মন্ত্রী শ্রী চিকবরাইক ও সৌরভ চক্রবর্তী চলে যান রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের মিনগ্লাস চাবাগান, ডামডিম গ্রাম পঞ্চায়েতের কুমলাই চাবাগান, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানাবাড়ি চাবাগানে।


ওই তিনটি চাবাগানে পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু করেন। এরপর ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুরিবাড়ি এলাকায় একটি রাস্তার কাজের সুচনা করেন। এছাড়াও পাথরঝোড়া চাবাগানের শিরুবাড়ি এলাকায় বিভিন্ন কাজের সুচনা করেন। জানাগেছে, ৪টি জল প্রকল্প ও রাস্তার কাজের জন্য ৪.১০ কোটি টাকা ব্যয় করে কাজ হয়েছে। চা বাগান এলাকায় জল পেয়ে সাধারণ মানুষ খুশি। এভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় উন্নয়ন মুলক কাজ করছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর।







