



#ইসলামপুর: প্রতি বছরের ন্যায় এ বছরও রামগঞ্জ নব যুবক ঈদ কমিটির পক্ষ থেকে ঈদ মেলার আয়োজন করা হয়। রামগঞ্জ নুরী চকে আয়োজিত এই মেলাকে কেন্দ্র করে এলাকায় যেন উৎসব মুখর। এদিন রামগঞ্জ নব যুবক ঈদ কমিটির পক্ষ থেকে গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। ২০০ শাড়ি ও ৫০ টি লুঙ্গি সহ অন্যান্য সামগ্রী এদিন দু:স্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈদ কমিটির কনভেনার- হাসিবুর রহমান, সভাপতি মেহমুদ আলম, সম্পাদক আতাউর রহমান, ও রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সিদ্দিক আলম এবং আজাদ, জাবেদ নূরী সহ অন্যান্যরা।
