News Britant

করনদীঘিতে ঈদ উৎসবে উপস্থিত বিধায়ক

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কল্যান ব্যানার্জী, করনদীঘি: করনদীঘি থানার বিভিন্ন স্থানে মহাসমারোহে পালিত হল পবিত্র ঈদ উৎসব। এদিন বিভিন্ন স্থানে ঈদের নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করা হয়। এদিন করনদীঘির বিধায়ক গৌতম পাল বিভিন্ন ঈদগা দর্শন করেন। শনিবারে বিধায়ক আলতাপুর ১ গ্রামপন্চায়েতের রাঘবপুর মিলটোলা, লাহুতোড়া ১ গ্রামপঞ্চায়েতের কামারতোর ও আমতলা ঈদগাহ মাঠ।

রসাখোয়া ১ গ্রামপঞ্চায়েতের মহেশপুর ও রানীগঞ্জ গ্রামপঞ্চায়েতের পাতনোর ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, খুশীর উৎসব ঈদ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে। সকলকে মিষ্টিমুখ করানো হয়।আমরা সকলে যেন একে অপরের পাশে দাঁড়িয়ে, প্রত্যেককে ভালো রাখতে পারি, সেই বার্তা দেওয়া হয়েছে।

Leave a Comment