



#কল্যান ব্যানার্জী করনদীঘি: সহৃদয়তার নজির রাখল করনদীঘি গ্রামীন হাসপাতাল কতৃপক্ষ।এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে চিকিৎসার পাশাপাশি নববর্ষে নতুন পোশাক পড়াল তারা। করনদীঘি গ্রামীন হাসপাতালের নার্স সীমা লুহারা জানা বলেন, এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে এই হাসপাতালে রেখে যাওয়া হয়। দীর্ঘ রোগভোগে ও অপুষ্টি জনিত কারনে বৃদ্ধাটি ভীষন কাতর অবস্থাতে ছিল।
করনদীঘি ব্লক স্বাস্থ্য অাধিকারিক অাভাষ রাজের ঐকান্তিক আগ্রহে তার পাশে স্বাস্থ্যকর্মীরা দাড়ান।গোপাল তরফদার, সঞ্জয় সিংহ, মলয় জমাদার, বাসন্তি পাসওয়ান, শঙ্কর ভাইদের মত মানবিক মানুষেরা এগিয়ে আসেন মহিলাটির সেবাতে।করনদীঘি গ্রামীন হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধার শরীর পোকা হওয়াতে, দুর্গন্ধ ছড়াচ্ছিল। তার পায়ের নীচ অংশে ইনফেকশন হয়ে যায়।
বৃদ্ধাটিকে ভালোভাবে স্নান করানো হয়।তার শরীর পরিস্কার করবার পর, তাকে নতুন বস্ত্র পড়ানো হয়।তাকে পুষ্টিকর খাবার এনে দেন স্বাস্থ্যকর্মীরা। তবে মহিলাটি কোন কথা বলতে না পারাতে, তার পরিচয় জানা যায়নি। তার শরীর মোটেই ভালো নেই, প্রয়োজন উন্নততর চিকিৎসার। তাকে আপাতত করনদীঘি গ্রামীন হাসপাতালে রেখে চিকিৎসা করছেন চিকিৎসকেরা।
করনদীঘি স্বাস্থ্যবিভাগের আবেদন, কোন সামাজিক সংগঠন যদি এই বৃদ্ধার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন, তবে পুনরায় সুস্থ হতে পারেন সেই বৃদ্ধা। তবে করনদীঘি গ্রামীন হাসপাতালের বিএমওএইচ আভাষ রাজ ও অন্যান্যদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী।
