News Britant

বেহাল রাস্তা জল জমে সমস্যায় বাসিন্দারা, পাথর ফেলে ঝান্ডা লাগিয়ে বিক্ষোভ স্থানীয়দের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: রাস্তার পিচ পাথর উঠে গর্ত হয়ে গেছে। বৃষ্টির জল জমে মশার আতুর ঘর হয়েছে। চলাচলের গাড়ি জল ছিটিয়ে যাতায়াত করছে। এতেই দারুণ সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ হয়ে রবিবার রাস্তায় পাথর ফেলে ঝান্ডা লাগিয়ে গাড়ি, টোটো সহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মালবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ডে।
তবে স্থানীয় কাউন্সিলর নতুন রাস্তার কথা শুনিয়েছেন। মালবাজার শহরের উপর দিয়ে বয়ে গেছে ৩১ নম্বর জাতীয় সরক। সরকের পাশেই রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের শাখা। তার উল্টো দিকে অ্যাঙ্কেল মোর থেকে সোজা দক্ষিণ দিকে ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে চলে গেছে পৌরসভার রাস্তা। গুরুত্বপূর্ণ এই রাস্তা প্রতিদিন শুধু স্থানীয় বাসিন্দা নয়, স্কুলের ছাত্রছাত্রী অন্যান্য ওয়ার্ডের বাসিন্দারা নিয়মিত যাতায়াত করে।
এই রাস্তায় মামনি স্টুডিওয়ের সামনে রাস্তার বেশ খানিক অংশ ক্ষতবিক্ষত হয়ে গর্ত হয়ে গেছে। গত দুদিনের বৃষ্টিতে জল জমে সমস্যা করেছে। স্টুডিওর মালিক পিনাকী ব্যানার্জি বলেন,  এই রাস্তাটি বেশকিছু দিন ধরে বেহাল হয়ে আছে। নালার মুখ বালি পাথরে বন্ধ। জল জমে আছে। যাতায়াতের সময় গাড়ি গুলো কাদা ছিটিয়ে চলে যায়। বাড়ির সামনে দাড়ালে কাদায় কাপড় নোংরা হয়।
বাধ্য হয়ে আজ রাস্তা বন্ধ করেছি। এনিয়ে ৪ নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর সুশান্ত সাহা (বৃন্দাবন) জানান, এই রাস্তা সংস্কারের জন্য অনুমোদন হয়ে আছে। ফান্ডয়ের অভাবের জন্যে কাজ শুরু করা যাচ্ছে না। তবে আগামীকাল কিছু বালি পাথর ফেলে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হবে।এই রাস্তা এক গুরুত্বপূর্ণ রাস্তা। মানুষের সমস্যা হচ্ছে।

Leave a Comment

Also Read