



#কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জের সাহেবঘাটায় মৃত কিশোরীর মৃতদেহ নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানালো বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের সদস্যরা। রবিবার রাতে একটি মিছিল বের করে ওই শিক্ষক সমিতির সদস্যরা। সংঘের জেলা সম্পাদক অনুপম দাস বলেন, নাবালিকার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আমরা পথে নেমেছি।
এতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল গুলোর শিক্ষক শিক্ষিকারা অংশ গ্রহণ করেন। BSSS ও BNUPSS এর পক্ষ থেকে যৌথ ভাবে বিক্ষোভ কর্মসূচি করা হয় বলে জানালেন অনুপম বাবু। এদিন শহরের বিবেকানন্দ মোড় থেকে এই মিছিল শুরু হয়। উপস্থিত ছিলেন শুভময় রায়, সুব্রত স্বর, অনুপম দাস সহ রাজ্য নেতৃত্ব।
