





#মালবাজার: রবিবার দুপুরের পর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ডুয়ার্সের মেটেলি ব্লকের মাটিয়ালী – বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শুক্রা মুন্ডার (৩৭)। প্রসঙ্গত জানা গেছে এদিন দুপুরে ব্যক্তিগত কাজে বিকাশ রায়কে সঙ্গে করে বাইকে চড়ে মালবাজার শহরে এসেছিলেন। কাজ সেরে ৩১ নং জাতীয় সড়ক ধরে যাবার সময় জাতীয় সড়ক কর্তৃপক্ষের অফিস কার্যালয় এর সামনে বাইক থেকে নামতে গিয়ে জুতোর ফিতায় পা জড়িয়ে পড়ে যান।


আর সেই সময়ই মালবাজার অভিমুখে আসা একটি যাত্রীবাহী বাস শুক্রা মুন্ডাকে ধাক্কা মারে। তিনি রাস্তায় ছিটকে পড়েন। শারীরিকভাবে প্রতিবন্ধী শুক্রা বাবুর মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে থাকা বিকাশ রায় এবং স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। জানা গেছে মাটিয়ালি- বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের অধীন নেওরা বামনি ফরেস্ট বস্তি এলাকা থেকে পঞ্চায়েত সদস্য ছিলেন।


স্থানীয় বাসিন্দা আলী হাসান মান্নান বলেন, ব্যক্তিগত কাজে মালবাজার শহরে এসেছিলেন। এভাবে মৃত্যু হবে কখনো ভাবি নি। শুক্রা বাবুর সাথে থাকা বাইক চালক বিকাশ রায় বলেন, রাস্তার মাঝেই বাইক দাড় করিয়ে নামতে গিয়ে জুতোর ফিতায় পা আটকে পড়ে যায়। পিছনে থাকা যাত্রীবাহী বাস তার ওপর দিয়ে চলে যায়। পঞ্চায়েত সদস্যের আকস্মিক এই মর্মান্তিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। পরিবারের এক সদস্য বলেন, দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসি।


দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। যাত্রীবাহী বাস ও তার চালককে আটক করেছে মালবাজার থানার পুলিশ। মৃতদেহটি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।সোমবার ময়নাতদন্তের পরই মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সুত্রে জানাগেছে।







