



#মালবাজার: গত ২২ এপ্রিল ছিল মাদার আর্থ ডে বা বসুন্ধরা দিবস। এই উপলক্ষে চাইল্ড নিড এডুকেশন (সিনি) নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে মাল বিডিও অফিস চত্বর ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি নেওয়া হয়। এদিন মাল ব্লকের জয়েন্ট বিডিও সঞ্জয় দত্ত অর্জুন গাছের চারা লাগিয়ে কর্মসূচির সুচনা করেন।


উপস্থিত ছিলেন পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক ডলি লেপচা, সিনির পক্ষে বর্নালি দাশগুপ্ত সহ অন্যান্যরা।জয়েন্ট বিডিও শ্রী দত্ত বলেন, গত ২২ এপ্রিল ছিল বসুন্ধরা দিবস। সেই উপলক্ষে সিনির পক্ষ থেকে গাছ লাগানো কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা তাতে অংশ নিয়েছি। পরে পরিবেশ সচেতনতা এক র্যালি বের করা হয়।


সিনির জেলা কো-অর্ডিনেটর পাপাই গুহ বলেন, বসুন্ধরা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবেশ বিষয়ক কর্মসূচি নিয়েছি। এর মধ্যে রয়েছে বৃক্ষ রোপণ, পরিবেশ নিয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতা, জল সঞ্চয়, প্লাস্টিকের সামগ্রী ব্যবহার নিয়ে সচেতনতা। আজ এখানে বিডিও অফিসের সঙ্গে যৌথ ভাবে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছি।









