



#ইসলামপুর: আবারও সরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষী ও রোগীর আত্মীয়দের মধ্যে ঝামেলা। সংঘর্ষে মাথা ফাটল এক রোগীর আত্মীয়ের। এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর সুপারস্পেশ্যালিটি হাসপাতালে। ঘটনাকে ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরী হয় হাসপাতাল ক্যাম্পাসে। জানা গিয়েছে ইসলামপুর থানার পুরাতন পল্লীর বাসিন্দা মির হায়দার নামে এক ব্যক্তি রোগী দেখতে হাসপাতালে যাওয়ার সময় গেঁটে থাকা সিকিউরিটি গার্ড তাকে বাঁধা দেয় বলে অভিযোগ।
এরপর সিকিউরিটি গার্ডের সাথে বচসা সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা রোগীর এক পরিজনকে বেধড়ক মারধর করে মাথা পাঠিয়ে দেয় বলে অভিযোগ। এরপর হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে শুর করে রোগীর আত্মীয় পরিজনেরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অ্যাসিস্ট্যান্ট সুপার কে ফোন করা হয়েছিল তিনি ছুটিতে আছেন এবং এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন লিখিত অভিযোগ পাইনি। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
