





#ইসলামপুর: আপ রাজধানী এক্সপ্রেসের ব্রেকসুতে আগুন! ঘটনায় আতঙ্কিত হয়ে পরলেন ট্রেনের যাত্রীরা। এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের গাইসাল এলাকায়। এদিন ট্রেনের ব্রেকসু থেকে ধোঁয়া বেরোতে দেখে সতর্কতা অনলম্বন করেন চালক।


যদিও দ্রুততার সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ট্রেনটি পাটনা দানাপুর থেকে কামাখ্যা যাচ্ছিল। স্টেশন মাস্টার জানান আপ ১৩২৪৮ রাজধানী একপ্রেসে ব্রেক বাইন্ডিং এর জেরে এই কান্ড ঘটে। যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।











