





#ইসলামপুর: পঞ্চায়েত নির্বাচনের আগেই চোপড়ায় বিজয় মিছিল তৃণমূলের, জানালেন অঞ্চল সভাপতি আশরাফুল হক। সোমবার থেকে মাথায় পাগড়ি পড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল। সোমবার ঘীরনীগাও অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সুবিশাল বাইক মিছিল বের করা হয়। তৃণমূল সূত্রে জানা যায়, সামনে পঞ্চায়েত নির্বাচন পাশাপাশি ২৯শে এপ্রিল অভিষেক ব্যানার্জির সভা অনুষ্ঠিত হবে তারই প্রচার করা হয় এদিন।


এদিন কাঁচনাডাঙ্গী প্রাইমারি স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয় ।তারপর পুরো ঘীরনীগাও অঞ্চল পরিক্রমা করার পর লালবাজার এলাকায় এসে শেষ হয়। এদিনের মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জাকির আবেদীন, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন, তৃণমূল নেতা জিয়াউল হক, অঞ্চল সভাপতি আশরাফুল হক, যুগ্ম অঞ্চল সভাপতি জাকির হোসেন, তৃণমূল নেতা ফজলুর হক উপস্থিত ছিলেন।


ঘীরনী গাও তৃণমূল অঞ্চল সভাপতি আশরাফুল হক জানান, পঞ্চায়েত নির্বাচনের আগেই বিজয় মিছিল করা হলো, ঘীরনী গাও গ্রাম পঞ্চায়েতের ২৮ টি আসনেই জয়লাভ করবে তৃণমূল বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব।









