



#সুমন রায়, রায়গঞ্জ: কালিয়াগঞ্জ কান্ডে নাবালিকার মৃতদেহ অমানবিক ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছিলো পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চার জন এএস আই পদ মর্যাদার পুলিশ অফিসারকে অপসারিত করা হলো বলে জানালেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহঃ সানা আখতার। অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী বিষক্রিয়ার জেরে ওই নাবালিকার মৃত্যু হয়েছে বলে ফের জানালেন রায়গঞ্জের পুলিশ সুপার।
পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট না দেওয়ার যে অভিযোগ মৃতার পরিবার ও জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের বক্তব্য, পুলিশের কাছে লিখিত আবেদন করলে আইন অনুযায়ী যে নিয়মে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয় সেভাবে রিপোর্ট তুলে দেওয়া হবে। তবে এই ঘটনার জেরে এলাকায় যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো তা এখন অনেকটাই শান্ত এবং সবাইকে শান্তি বজায় রাখার আবেদন করেন তিনি।
