





#মালবাজার: ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হল এক যুবক। মাল ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের চানমাড়ি এলাকার ঘটনা। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম ঋত্বিক ওড়াও। বাড়ি বাগ্রাকোট এলাকার ওয়াসাবাড়ি চাবাগানে।


ঋত্বিকের প্রতিবেশি বাবলু লাকড়া বলেন, রবিবার রাতে ওয়াসাবাড়ি থেকে আমরা একটি ছোট গাড়ি করে সরস্বতী পুর চাবাগানে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম। বাগ্রাকোটের কাছে চানমারি এলাকায় আমাদের গাড়িটি দাঁড়ায়। কারন চানমাড়ি এলাকা থেকে আরো কয়েকজন আমাদের সাথে সরস্বতীপুর বিয়ের অনুষ্ঠানে যাবে বলে আমাদের গাড়িটি চানমাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো।


সেই সময় আমাদের গাড়িতে বসে থাকা ঋত্বিক ওড়াও গাড়ি থেকে নেমে রেল লাইন পার করে, চানমাড়ির লোকজনকে আনছিলো, সেই সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি ট্রেন ঋত্বিককে ধাক্কা মেরে মালবাজারের দিকে চলে যায়। ওই যুবক ট্রেনটিকে দেখতে না পারায় এই দুর্ঘটনা বলে জানা গেছে। সেই সময় অন্যান্য রা গুরুতর আহত ঋত্বিক কে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতাল এবং পড়ে শিলিগুড়ি রেফার করা হয়। জানা গেছে ওই যুবকের অবস্থা আসঙ্কা জনক।








