News Britant

বুধবার থেকে শুক্রবার কালিয়াগঞ্জের চারটি ওয়ার্ডে জারি হল ১৪৪ ধারা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জের নাবালিকা কিশোরীর রহস্যমৃত্যুকে ঘিরে দিনদিন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ সমাবেশকে ঘিরে পুনরায় অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, পালটা পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামানের হামলায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। এক সিভিক পুলিশ সহ দুই পুলিশকর্মী মারাত্মক জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এমতাবস্থায় শহরের ৪,৫,৬ এবং ১১ নং ওয়ার্ডে বুধবার ২৬ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে জারি করা হল ১৪৪ ধারা। কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে শহরজুড়ে এ ব্যাপারে মাইকিং ও প্রচার চালানো হচ্ছে। এই সময়কালের মধ্যে যেকোনো ধরনের লাউডস্পিকার বা মাইক বাজানো, কোনোরকম জমায়েত নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় কালিয়াগঞ্জ থানার তরফে।

Leave a Comment