



#রায়গঞ্জ: কালিয়াগঞ্জ কান্ডের মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ থানা চত্বর। সাহেবঘাটার নাবালিকা কিশোরীর রহস্যমৃত্যুর ন্যায্য বিচারের দাবিতে বারবার বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে পড়ে এলাকা। মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, পালটা পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামানের হামলায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়।
একই ভাবে বিজেপির এসপি অফিস ঘেরাও কে কেন্দ্র করে এদিন ধুন্ধুমার কান্ড দেখা যায় রায়গঞ্জের কর্ণজোড়ায় অফিস পাড়া চত্বরে। বুধবার সকালেই কালিয়াগঞ্জ শহরের ৪,৫,৬ এবং ১১ নং ওয়ার্ডে বুধবার ২৬ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে জারি করা হয় ১৪৪ ধারা। এবার একই সঙ্গে রায়গঞ্জের প্রশাসনিক এলাকা কর্ণজোড়ায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করল প্রশাসন।
যেকোনো ধরনের লাউডস্পিকার বা মাইক বাজানো, কোনোরকম জমায়েত এই সমস্ত এলাকায় নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় জেলা প্রশাসনের তরফে।
