





#ইসলামপুর: অবশেষে জামিন পেলেন ডালখোলা কান্ডে ধৃত বিজেপির কর্মীরা। গতকাল সন্ধ্যায় ইসলামপুর সংশোধনাগার থেকে মুক্তি পায় বিজেপি কর্মীরা। এবিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিজেপির জেলা সহ সভাপতি সুরজিত সেন।


তিনি বলেন, রামনবমীর দিনে ডালখোলায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রায় দুর্বৃত্তরা পাথর ছোঁড়ে। কিন্তু শেষমেশ প্রতিবাদী বিজেপি কর্মীদের পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর ধারায় মামলা করা হয়। অবশেষে তারা এদিন জামিনে মুক্ত হন।










