



#কল্যান ব্যানার্জী করনদীঘি: বিদ্যালয়ে পরীক্ষা নিয়ে বাড়ী ফেরার পথে বিদ্যালয়ের সামনে লরির ধাক্কাতে এক শিক্ষকের মৃত্যুতে তীব্র উত্তেজনা ছড়াল টুঙ্গিদীঘি সংলগ্ন তিতপুকুরে। এই দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। করনদীঘি থানার তিতপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ন সিংহ জানান, বুধবারে তিতপুকুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা ছিল।
পরীক্ষা শেষে আংশিক সময়ের শিক্ষক রাকেশ সিংহ মোটর সাইকেলে মহম্মদ ডালিম হককে পিছনে বসিয়ে বাড়ী ফিরছিলেন। আচমকাই একটি লরি তাদের পিছন থেকে ধাক্কা মারে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রায়গন্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।কর্তব্যরত চিকিৎসক রাকেশ সিংহকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিতপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাকেশ সিংহের বাড়ী করনদীঘি থানার পুটিমারী ও গুরুতর আহত অপর শিক্ষক মহম্মদ ডালিম হকের বাড়ী গোপালপুর। রাকেশ সিংহ ছয় মাস পূর্বে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। এই ঘটনার প্রেক্ষিতে প্রায় ঘন্টাখানেক জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী।
আলতাপুর ২ গ্রামপন্চায়েতের প্রাক্তন প্রধান পবন সিংহ জানিয়েছেন, অবিলম্বে তিতপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে। সড়ক পারাপারের সুবিধার্থে জাতীয় সড়কে বসানো রোলিংএ একটু বেশী অংশ কাটার ব্যবস্থা করতে হবে। অবরোধ চলাকালীন ঘটনাস্থলে অাসে করনদীঘি থানার পুলিশ। তাদের হস্তক্ষেপে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। করনদীঘি থানার পুলিশ ঘাতক গাড়ীটির খোঁজে তল্লাশী চালাচ্ছে।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
