



#মালবাজার: বুধবার ফোন কোম্পানির রাস্তা খোড়াখুড়ির সময় ফেটে গেল জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পানীয় জল সরবরাহের মেইন পাইপ। এতেই বন্যার মতো জল বইতে শুরু করলো রাস্তার উপর দিয়ে।। অপর শুখিয়ে গেল রাস্তা পাশের ও বাড়ি বাড়ি জলের কল। এতেই সমস্যায় পড়লো শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।


এছাড়াও বিডিও অফিস চত্বর, বাসস্থান সংলগ্ন এলাকায় দিন ভর পানীয়জল জল পেল না মানুষ। মাল বিডিও অফিস কমপ্লেক্সে টেইলরের কাজ করেন পরিমল সরকার। তিনি জানান এদিন সাতসকালে একটি ফোন কোম্পানির লোকেরা তাদের যন্ত্রপাতি নিয়ে রাস্তা খোড়াখুড়ির কাজ করছিল। সেই সময় পানীয়জলের পাইপ ফেটে অবাধে জল বেরিয়ে আসতে থাকে। রাস্তা দিয়ে জল বইতে থাকে”।


মেইন লাইনের জল অপচয় হওয়ার ফলে বিডিও অফিস কমপ্লেক্সে থাকা দোকান, লজ, হোটেল সহ সরকারি দপ্তর গুলি জলের সমস্যায় পড়ে। দুপুর নাগাদ ফোন কোম্পানি তাদের যন্ত্রপাতি গুটিয়ে চলে যায়। বিকেলে আবার জল সরবরাহ চালু হতেই মাটি ফুড়ে প্রচন্ড স্রোতে জল রাস্তার উপর দিয়ে বইতে থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাল পৌরসভার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দায়িত্ব প্রাপ্ত ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ দাস। তিনি পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করে বলেন, এমনইতেই জলের সমস্যা চলছে। তার মধ্যে এভাবে জল নষ্ট মানা যায় না। এতে পাইপ লাইনে নোংরা ঢুকে পানীয়জল দুঃষিত হবে। আগামীকাল দ্রুত মেরামত করা হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।







