



#রায়গঞ্জঃ চুক্তির ভিত্তিতে শ্রমিক পদ বিলুপ্তি করতে বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর কাছে সারা ভারতের সবকটি জেলা থেকে লিখিত আকারে ডেপুটেশন তুলে দিল ভারতীয় মজদুর সংঘ। সারা ভারতের পাশাপাশি এদিন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসকের মাধ্যমে ডেপুটেশন তুলে দেওয়া হল জেলাশাসকের করনে।
এরপর ওই সংঘের জেলা সহ সম্পাদক চঞ্চল চন্দ্র দাস বলেন, এদিন জেলাশাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন তুলে দিতে উপস্থিত ছিলেন সংঘের জেলা সভাপতি নারায়ন চন্দ্র দাস, জেলা সম্পাদক রূপ জলি সিং সহ কেন্দ্রীয় নেতৃত্ব। তিনি বলেন, এদিন আমরা এবছরের ৭ থেকে ৯ই এপ্রিল বিহারেরপাটনায় অনুষ্ঠিত ভারতীয় মজদুর সংঘের ২০ তম ত্রিবার্ষিক সর্বভারতীয় সম্মেলনে পাস হওয়া সিদ্ধান্তকে প্রধানমন্ত্রীর কাছে প্রয়োগের জন্য আবেদন করেছি।
কি সিদ্ধান্ত হয়েছিল সম্মেলনে, জানতে চাইলে সংঘের নেতৃত্ব বলেন, ভারতীয় মজদুর সংঘের ২০তম ত্রিবার্ষিক সর্বভারতীয় সম্মেলন সম্প্রতি বিহারের পাটনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৪টি প্রস্তাব পাস হয়। যেমন, সকলের জন্য সামাজিক নিরাপত্তা “সামাজিক নিরাপত্তা”।
কন্ট্রাক্ট লেবার প্রথা তুলে দেওয়া। অর্থনৈতিক উন্নয়নের জন্য জাতীয় শ্রমনীতি প্রণয়ন করতে হবে। এছাড়াও ন্যূনতম মজুরির পরিবর্তে জীবিত মজুরি নির্ধারণ। ডেপুটেশনে কোটি কোটি শ্রমিকের স্বার্থে উপরোক্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। তারা জানান, এই সম্মেলনে সারা ভারত থেকে ২৫০০ জন প্রতিনিধি অংশ নেন।
