News Britant

রাস্তার দাবীতে বিডিও অফিসে বিক্ষোভ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের ডামডিম চা বাগানের এন জি ডিভিশনে পেভার ব্লকের রাস্তা তৈরি দাবি তুলে ধরে বুধবার বিক্ষোভ দেখাল মালের বি ডি ও কার্যালয়ে। স্থানীয় বাসিন্দারা এলাকায় পেভার ব্লকের রাস্তা তৈরির জোরালো দাবি করেন। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে স্লোগান তুলে আন্দোলন করা হয়। মাল ব্লক প্রশাসনের থেকে বাসিন্দাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।
এদিকে এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে এই আন্দোলনকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের ডামডিম চা বাগানের এন  জি এলাকার যুবক দাওয়া লামা বলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমাদের এলাকায় পেভার ব্লকের রাস্তা তৈরি নিয়ে টেন্ডার প্রক্রিয়া হয়েছিল। অথচ পরে আমরা জানতে পেরেছি পেভার ব্লকের বদলে পথশ্রী প্রকল্পে আমাদের এলাকায় ৮৯ লক্ষ ৩১ হাজার ৬৫০ টাকা ব্যয়ে সিমেন্ট ঢালাই রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আমরা  সিমেন্ট ঢালাই রাস্তা  চাই না। আমাদের পেভার ব্লকের রাস্তাই তৈরি করে দেওয়া হোক। দাওয়ার বক্তব্য, এই দাবি তুলে ধরে আমরা বিভিন্ন মহলে লিখিত আবেদন জানিয়েছিলাম। বাগানের শ্রমিক নেতা কুমার ভুমিজ বলেন আমরা চাই প্রশাসনিক স্তর থেকে অবিলম্বেই ব্যবস্থা গ্রহণ করা হোক। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলে। পরে আন্দোলনকারীরা বিডিও র অফিস কক্ষে বৈঠক করেন।
প্রশাসনিক আশ্বাসের পর এদিনের মতো আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে কুমলাই চা বাগানের আম্বা গোলাই থেকে ডামডিম চা বাগানের এনজি ডিভিশনের গোসাই লাইন পর্যন্ত পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছিল। বাসিন্দাদের আপত্তির জেরে সে কাজ আজ পর্যন্ত শুরুই করা যায় নি। মালের বি ডি ও শুভজিৎ দাশগুপ্ত বলেন বাসিন্দারা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে পেভার ব্লকের রাস্তা তৈরি জন্য দরপত্রে প্রায় চার কোটি টাকা ধার্য করা হয়েছিল।
পরবর্তীতে অবশ্য পথশ্রী প্রকল্পেই সিমেন্ট ঢালাই রাস্তা তৈরীর উদ্যোগ নেওয়া হয়। সিমেন্ট ঢালাই রাস্তা নিয়েই স্থানীয় মহলের আপত্তি রয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনিক মহল এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জানিয়েছি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২ মার্চ এই রাস্তা কাজের ভার্চুয়াল মাধ্যমে সুচনা করেছিলেন। তারপর ৩৬ দিন গড়িয়ে গেলেও কাজ শুরুই করা যায়নি। এতে চিন্তার রয়েছে স্থানীয় মানুষ থেকে প্রশাসনের কর্তারা।

Leave a Comment

Also Read