News Britant

অভিষেক বন্দোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ও জনসভা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি ডুয়ার্সে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: ২৮ এপ্রিল শুক্রবার ডুয়ার্সের মাল মহকুমা এলাকার চালসা, নাগরাকাটা ও ওদলাবাড়ি বিধান পল্লী ফুটবল ময়দানে জন সংযোগ যাত্রার সভা করবেন অভিষেক ব্যানার্জি। সেই সভার জন্য চলছে জোর কদমে প্রস্তুতি। চলছে মঞ্চ তৈরির কাজ। তৃণমূল নেতৃত্ব সহ সরকারি আধিকারিকরা সভাস্থল বার বার ঘুরে দেখছেন। নিরাপত্তা সহ যাবতীয় দিকও দেখা হচ্ছে।
সভা কে ঘিরে তৃণমূল নেতৃত্ব প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূলের মাল ব্লক সভাপতি সুশিল কুমার প্রসাদ বলেন, আমরা আশা করছি সভায় ১০ হাজারেরও বেশি মানুষ জমায়েত হবে। শুকবার বিকেল চারটায় সভা করবেন অভিষেক ব্যানার্জি। ইতি মধ্যে মাঠের পাশে মোহন স্পোটিং ক্লাবে বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব।
উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি, প্রধানসহ অন্যান্য নেতৃত্বরা। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় এই জনসংযোগ সভা করবেন অভিষেক ব্যানার্জি। জানাগেছে, আগামীকাল শুক্রবার দুপুরে চালসা ও নাগরাকাটায় সভা করবেন অভিষেক বন্দোপাধ্যায়। পরে বিকালে ওদলাবাড়িতে সভা করবেন।

Leave a Comment