



#সুমন রায়, উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জে একের পর এক অশান্তির জেরে অবশেষ সরিয়ে দেওয়া হল কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাসকে।দীপাঞ্জনের জায়গায় আনা হলো সুবলচন্দ্র ঘোষকে। শিলিগুড়ি জিআরপির ইন্সপেক্টর পদে ছিলেন সুবলচন্দ্র ঘোষ। অন্যদিকে কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাসকে পাঠানো হয়েছে শিলিগুড়ি জিআরপিতে।
শুক্রবার এডিজি(আইন-শৃঙ্খলা) এই রদবদলের নির্দেশ জারি করেছেন। উল্লেখ্য গত ২১ এপ্রিল নাবালিকার মৃত্যুতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকা। ২১ এপ্রিল এবং ২২ এপ্রিল সাহেবঘাটায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে একপ্রকার খন্ডযুদ্ধ হয়।এরপর ২৫ এপ্রিল নাবালিকার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে আদিবাসী ও তপশীলি সমন্বয় কমিটির ডাকা কালিয়াগঞ্জ থানা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় কালিয়াগঞ্জ থানা এলাকা।
আগুন ধরিয়ে দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পার্শ্ববর্তী কোয়ার্টারে। শহরের বেশ কয়েকটি জায়গায় ভাঙচুর ও তান্ডব চালানোর পাশাপাশি পুলিশকে বেধড়ক মারধর করে বিক্ষোভকারীরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৬ তারিখ মধ্যরাতে কালিয়াগঞ্জের রাধিকাপুর এলাকার চাঁদগাঁও এলাকায় পুলিশি অভিযানে বিজেপির নেতা বিষ্ণু বর্মনের খোঁজে গিয়ে বিষ্ণু বর্মনের কাকাতো ভাই মৃত্যুঞ্জয় বর্মনকে বুকে গুলি করলে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় বলে অভিযোগ। গত আট দিন ধরে কালিয়াগঞ্জে এতকান্ড ঘটায় অবশেষে কালিয়াগঞ্জ থানার আইসিকে সরিয়ে দেওয়া হলো বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
