News Britant

অভিষেকের কর্মসূচি সফল করতে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রস্তুতি সভা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ৩০ ও ১ তারিখ আসছেন উত্তর দিনাজপুর জেলায়। বিভিন্ন সভা ও তৃণমূলে নব জোয়ার যাত্রার মাধ্যমে জনসংযোগ করবেন এবং জেলার স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিদের ভোটের মাধ্যমে, আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের খুঁজে বের করে আনার জন্য যে ব্যবস্থা করবেন, সেই বিষয়েই এদিন অনুষ্ঠিত হল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি প্রস্তুতি সবা।

জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রত্যেকটি ব্লকের শিক্ষক-শিক্ষিকারা যাতে স্বতঃস্ফূর্তভাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে অংশগ্রহণ করে তার আহ্বান জানানো হয়। পশ্চিম বঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুরের সভাপতি প্রসূন কুমার দত্ত বলেন, পুরো সভাকে সফল করতে হবে।

সেজন্য আমরা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর পরামর্শ মেনে প্রতিটি স্কুলের পরিচালন সমিতির সভাপতি ও সমিতির সদস্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই সভা করি। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, প্রসূন কুমার দত্ত, সুবীর ধর, বিকাশ চন্দ্র দাস প্রমুখ।

Leave a Comment

Also Read