



#রায়গঞ্জঃ কালিয়াগঞ্জে ঘটে যাওয়া ২টো মৃত্যুতে শোকাভিভূত আত্মীয় পরিজন থেকে স্থানীয় বাসিন্দারা। এরকম পরিস্থিতিতে এবার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে পথে নামল উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট। শুক্রবার বিকেলে এই দাবিতে জেলা সদর রায়গঞ্জে বের হল এক মিছিল।
দলীয় সূত্রে বলা হয়েছে, কালিয়াগঞ্জে চাদগাঁও গ্রামের নিরিহ যুবকের মৃত্যু ও মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামের স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবী এবং এলাকায় সম্প্রীতির আহ্বানে রায়গঞ্জে বিশাল মিছিল সংগঠিত হয়। বলা হয়েছে, নৈরাজ্যের বাংলায় মানুষের ভরসা এখন বিচার ব্যবস্থা। তাই কালিয়াগঞ্জ ঘটনায় ফের বিচার বিভাগীয় তদন্তের দাবী করেছে জেলা বামফ্রন্ট।
এদিন বিবিডি মোড় থেকে মিছিল শুরু হয়ে বিবেকানন্দ মোড় থানা রোড হয়ে রায়গঞ্জ পৌর বাসষ্টান্ডের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিলের পুরোভাগে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক, ইন্দ্রজিত বর্মন, মোহিত বর্মন, কমলেশ নাগবংশী, মোহন সিং, তীর্থ দাস, কার্তিক দাস, রঞ্জন দাস, প্রদ্যোৎ নারায়ণ ঘোষ, বিপ্লব সেনগুপ্ত, নীল কমল সাহা প্রমুখ।
