



#নিউজ ডেস্কঃ শনিবার থেকে আগামী ৫ দিনে মেঘলা আকাশের সাথে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এদিন উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌশম সেবা কেন্দ্র থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, সমগ্র উত্তরবঙ্গে আগামী ২৯শে এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত মূলত মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে।
বলা হয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী ২৯শে এপ্রিল বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, ৩০শে এপ্রিল মাঝারি বৃষ্টি, এবং ১ থেকে ৩ মে অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে ১লা মে থেকে ৩রা মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি, এই সময়ে উত্তরের পার্বত্য অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, মাঝিয়ানের আবহাওয়া অফিসের বার্তায় বলা হয়েছে, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার ক্ষেত্রে আগামী ৫ দিন সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা নেই। সেচ প্রয়োগের মাধ্যমে এবং মালচিং ব্যবহার করে মাটির আর্দ্রতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়কালে প্রয়োজনীয় সতর্কতা হিসেবে বলা হয়েছে, আগামী ২৯শে এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভাবে একটি দুটি যায়গায় সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি/ ঘণ্টা বেগে ঝোড় হওয়ার সম্ভাবনা আছে।
৩০শে এপ্রিল ও ১লা মে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভাবে একটি দুটি যায়গায় সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি/ ঘণ্টা বেগে ঝোড় হওয়ার সম্ভাবনা আছে।
