





#ইসলামপুর: ইসলামপুর সূর্যসেন মঞ্চে আয়োজিত হলো দুদিন ব্যাপী ফিফ্থ ইন্টারন্যাশনাল লিটারেরি প্রোগ্রাম। এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক সর্বাশিস কুমার পাল। শিক্ষক হলেও ইংরেজি সাহিত্য নিয়েই তার মূল কাজকর্ম। তাই ইংরেজি সাহিত্যের প্রচার ও প্রসারে এই ধরনের আন্তর্জাতিক মানের উৎসব প্রতিবছরই করে থাকেন তিনি।
সেই উৎসবে অংশ নেওয়ার জন্য দুবাই মালয়েশিয়া বাংলাদেশ নেপাল এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কবি-সাহিতিকরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন ইসলামপুরে। তারা কবিতা পাঠের পাশাপাশি সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেখানে বই প্রকাশ করা হয়। সেখানে ছিল সম্মাননা পর্বও। এদিন সকাল ন’টা থেকে শুরু হয় অনুষ্ঠান। প্রথমে প্রভাত ফেরির আয়োজন করা হয়।
সকাল ১১ টা নাগাদ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অতিথি আপ্যায়নের পর উদ্বোধনী সংগীত, প্রদীপ প্রচলন, বই প্রকাশ, সাধারণ সংগীত, সংবর্ধনা জ্ঞাপন সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, আন্তর্জাতিক মানের অতিথি ডক্টর মৌরিন, শ্যামলা রাজমনি, শালিনী দেবরা, মাস্কারিন হাস, শাকিল কালাম, মাজুলী নোরিন দুনাই, ডঃ স্বামে নাজ, শ্বেতা কুমারী, তিল কুমারী শর্মা, সাই প্রকাশ, মোঃ তসলিম, সাইপ্রকাশ কুনতামুক্কালা সহ অন্যান্যরা। আগামীকালও রয়েছে নানান অনুষ্ঠান।
