





#ইসলামপুর: আন্তর্জাতিক উৎসব এর মঞ্চে সাহিত্য ভাবনার প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন এমন তিন জনকে সংবর্ধিত করা হলো শনিবার রাতে ইসলামপুর সূর্যসেন মঞ্চে। বাংলার দুজন এবং অসমের একজন যারা ভাষার প্রসারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন দীর্ঘদিন ধরে, তারা হলেন ইসলামপুরের সুশান্ত নন্দী, রায়গঞ্জের যাদব চৌধুরী এবং অসমের রাজুমণি সইকিয়া।


এই তিনজনের হাতে রাধা বল্লভ রায় স্মৃতি সম্মান তুলে দেন তারই সুযোগ্য পুত্র তথা বিশিষ্ট প্রাবন্ধিক উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ডঃ বাসুদেব রায়। উল্লেখ্য, প্রতিবছরই রাধাবল্লব রায়ের স্মৃতিতে এ ধরনের পুরস্কার প্রদান করা হয় সাহিত্য সম্মেলনের বিভিন্ন মঞ্চে। এবারে এই তিনজনকেই পুরস্কৃত করা হলো বলে জানিয়েছেন ডঃ বাসুদেব রায়।


এই পুরস্কার পেয়ে রীতিমতন গর্বিত ওই দিন পুরস্কার প্রাপক। শুনবো তাদের প্রতিক্রিয়া। যিনি এই সম্মান প্রদান করেছেন তার প্রতিক্রিয়া এবং যে আন্তর্জাতিক মঞ্চে অনুষ্ঠিত হলো এই বিশেষ পর্ব সেই অনুষ্ঠানের আয়োজক সর্বাশিস কুমার পালেরও প্রতিক্রিয়া আমরা শুনবো।








