News Britant

অভিষেকের সভায় এসে পকেটমারির শিকার হলেন বিধায়ক

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: অভিষেক বন্দোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার সভায় এসে পকেটমারির শিকার হলেন রাজগঞ্জের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়। এতেই যথেষ্ট বিরম্বিত মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানাগেছে, গত শুক্রবার বিকালে মেটেলি ব্লকে এলাকার চালসায় অভিষেক বন্দোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার জনসভা ছিল।
অভিষেক আসার আগেই মতো মঞ্চে পৌঁছে গিয়েছিলেন খগেশ্বর বাবু। সেই সময় মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শ্রমিক নেতা সোনা সরকার ভিআইপি এলাকায় ঢুকতে না পেরে রাস্তায় হল্লাচিল্লা শুরু করে দেন। বচসায় জরিয়ে পড়েন বর্তমান ব্লক সভাপতি জোশেফ মুন্ডার সঙ্গে।
এই অপ্রিয়কর দৃশ্য নজরে আসতেই মঞ্চ থেকে খগেশ্বর বাবু, জেলা পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথ সহ অন্যান্যরা সোনা সরকারকে শান্ত করতে রাস্তায় ছুটে আসেন। আসেন পুলিশ আধিকারিকরা।সেখানে তখন ভীড় হয়ে যায়। খগেশ্বর বাবু, দুলাল দেবনাথরা যখন সোনা সরকারকে শান্ত করে বুঝিয়ে ভিতরে আনতে ব্যাস্ত সেই সময় এক পকেটমার খগেশ্বর বাবুর পাঞ্জাবীর পকেটে হাত ঢুকিয়ে ১২০০০ টাকা হাতিয়ে নেয়।
পরে পরিস্থিতি শান্ত হতে খগেশ্বর বাবু বুঝতে পারেন তার টাকা পকেটমারি হয়ে গেছে। এই পকেটমারির দৃশ্য আবার এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর হয়। এই ঘটনায় যথেষ্ট বিরম্বিত মেটেলি ব্লক নেতৃত্ব ও পুলিশও চিন্তিত। এভাবে ভিআইপি এলাকায় পকেটমারের উপস্থিতি যথেষ্ট চিন্তায় ফেলেছে সবাইকে।

Leave a Comment