News Britant

অভিষেক ব্যানার্জির নব জোয়ার কর্মসুচি অনুষ্ঠানে অসুস্থ্য হয়ে পরলেন মন্ত্রী 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: তৃণমূল এর নব জোয়ার কর্মসূচি চলছে জলপাইগুড়ি জেলায়। অভিষেক ব্যানার্জির উদ্যোগে প্রতি জেলায়  প্রতিদিন চলছে তিন চারটি জনসভা। প্রচন্ড গরমের মধ্যে চলছে নব জোয়ার কর্মসুচি। শনিবার ছিলো জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় এই কর্মসুচি। আর এই কর্ম সুচিতে অসুস্থ্য হয়ে পরলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক।
জলপাইগুড়ি জেলার দোমহনীর অভিষেকের জনসভায় অসুস্থ্য হন বুলুচিক বড়াইক। তড়িঘড়ি ওনাকে মাল ব্লকের ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। এখানে প্রায় দু’ঘন্টা চিকিৎসা চলে। এরপর মালবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুলুচিক বড়াইককে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন। মন্ত্রী হাসপাতালের বেডে শুয়ে বলেন, হঠাৎ করে শরীর খারাপ লাগছিলো দোমহনীর জনসভায়। জ্বর এসেছিলো।  শরীর ক্লান্ত লাগছিলো।
সন্ধ্যা নাগাদ ওদলাবাড়ি হাসপাতালে আমাকে ভর্তি করে। স্লাইন চলছে। ওদলাবাড়ি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ঠান্ডা গরমের জন্য এই অবস্থ্যা। কিছুদিন বিশ্রামের প্রয়োজন। উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে কখনো কোলকাতায় এবং কখনো বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসুচিতে দৌড়ে বেরাচ্ছেন, প্রায় ৬৪ বছরের বুলুচিক বড়াইক। ঠান্ডা গড়মেই অস্থির হয়ে উঠছে।

Leave a Comment