





#হেমতাবাদ: পশ্চিম বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘর উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রবিবার বিকালে বিশ্ব গ্রন্থ দিবস উপলক্ষে পালিত হল। যাকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন হেমতাবাদের গৌরাঙ্গ ক্লাব সংলগ্ন মাঠে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করার পাশাপাশি জীবন গঠনে বিভিন্ন গ্রন্থের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।


পশ্চিম বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘর উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি ভানু কিশোর সরকার, সম্পাদক প্রিয় রঞ্জন পাল সহ কৃষ্ণেন্দু রায় চৌধুরী, মিহির দাসগুপ্ত, রিজুয়ানা পারভিন, গৌড় মন্ডল উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।










