News Britant

বিবাদের জেরে ছুরির আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: পারিশ্রমিক নিয়ে বিবাদের জেরে ছুরির আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েতের ধুররা গ্রামে। জানা গিয়েছে মৃতের নাম ইসারুল। পরিবার সূত্রে জানা যায় বিহারের বিয়ে বাড়ি থেকে কাজ করে ফেরার সময় শনিবার রাত তিনটায় সময় রামগঞ্জ পেট্রল পাম্পে টাকা ভাগাভাগি করে।

সেই সময় ইমরান নামে এক ব্যক্তি তাদের কাছে কিছু টাকা চান। তারা টাকা দিতে অস্বীকার করলে সেখানে তাদের মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকে বাড়ি আসলে ইসারুল ও ইমরান দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। বাড়ির লোক তাদের দুজনকে আটকাতে গেলে হঠাৎ করে ইসারুলের পেটে চাকু মারে ইমরান।

সাথে সাথে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ ফারির পুলিশ অভিযুক্তের স্ত্রীকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ।

Leave a Comment