





#ইসলামপুর: আজ পয়লা মে। দিনটি দীর্ঘ বছর ধরে মে দিবস হিসেবে পালিত হচ্ছে। একে আন্তর্জাতিক শ্রমিক দিবসও বলা হয়ে থাকে। প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। প্রথমে দেখে নেব এর ইতিহাস ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহিদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয়। সেদিন দৈনিক ৮ ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত করেছিলেন।


তাঁদের ঘিরে থাকা পুলিশের প্রতি কেউ একজন বোমা ছোঁড়েন। তার পরে পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হন। ১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে।


এই হল আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা। ১৮৯১ সালে প্যারিসেই আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। স্বীকৃতি পায় মে দিবস। আজ সারা দেশের পাশাপাশি ইসলামপুর শহরের বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন চৌরঙ্গী মোড়ে সিপিএম পার্টি অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করে ও পুষ্পার্ঘ্য নিবেদন করে এই দিনটি পালন করেন সিপিএমের নেতাকর্মীরা।








