



#মালবাজার: দুদিন হাসপাতাল ও বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক। উল্লেখ্য, গত শনিবার জলপাইগুড়ি জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা কর্মসূচিতে বিভিন্ন স্থানে সভা ছিল।


টানা গরমে দোমহানীর সভায় আচমকাই অসুস্থ বোধ করেন মন্ত্রী। দ্রুত তাকে নিয়ে আসা হয় ওদলাবাড়ির মাল ব্লক হাসপাতালে। সেখানে খানিক সময় চিকিৎসার পর তাকে আনা হয় মালবাজার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। দুদিন সেখানে চিকিৎসার পর সোমবার সকালে সুস্থ হয়ে তার রাঙ্গামাটি চা বাগানের বাড়িতে ফিরে আসেন।


সুস্থ হয়ে বাড়ি ফিরতেই তার সঙ্গে দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ বিভিন্ন নেতা ও কর্মীরা। মন্ত্রী শ্রী চিকবরাইক জানান, কর্মীদের শুভেচ্ছায় অনেকটাই সুস্থ বোধ করছেন। সেদিন প্রচন্ড গরমে অসুস্থ বোধ করেছিলেন।








