





#কল্যান ব্যানার্জী, করনদীঘি: তৃণমূল কংগ্রেস হাইকোয়ালিটির ডিভিডির দল, বিজেপি ভাঙ্গা অডিও ক্যাসেট। হাই কোয়ালিটি ডিভিডি ভিসিআর এ ঢোকালে, তাতে দেখা ও শোনা যায়। ভাঙ্গা অডিও ক্যাসেট টেপ রেকর্ডারে ঢোকালে কানে শোনা যাবে, কিন্তু চোখে দেখা যাবেনা। সোমবার করনদীঘি উচ্চ বিদ্যালয় ময়দানের সভা থেকে এভাবেই বিজেপিকে বিঁধলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।


রবিবার সন্ধ্যাতেই করনদীঘিতে পৌছে যান তিনি। সেদিন স্থানীয় কিষান মান্ডিতে এক সভাতে টিএমসি নেতা, কর্মীদের পথনির্দেশ দেন তিনি। সোমবার করনদীঘি কিষান মান্ডি থেকে জনসংযোগ যাত্রার অঙ্গ হিসাবে পদব্রজে স্থানীয় উচ্চ বিদ্যালয় ময়দানে আসেন টিএমসির যুবরাজ। এদিনের প্রকাশ্য সমাবেশে বিশিষ্ট হিসাবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা টিএমসি সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, প্রাক্তন মন্ত্রী জনাব গোলাম রব্বানী, করনদীঘির বিধায়ক গৌতম পাল, ডালখোলার পৌরপতি স্বদেশ সরকার, জেলা পরিষদ সদস্য ভবেন ঘোষ প্রমুখ।


এদিন অভিষেক বন্দোপাধ্যায় তার ভাষনে বলেন, তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে। শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান, মাথার উপর ছাদ, পরনের বস্ত্র, খাবারের সংস্থান করে। আর বিজেপি ধর্ম, জাতপাত আর মৃত্যু নিয়ে রাজনীতি করে।রায়গন্জে বিজেপির সাংসদ রয়েছে।এই কবছরে উত্তর দিনাজপুর জেলার জন্য বাড়তি কোন কেন্দ্রীয় প্রকল্প আনতে পারেনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষীর ভান্ডার, তপশিলী জাতি উপজাতিদের জন্য ভাতার মাধ্যমে মাসিক টাকা দিচ্ছেন। কেন্দ্র সরকার সেই টাকা প্যান আধার লিঙ্কের নামে নিয়ে যাচ্ছে। রাজ্যের প্রাপ্য টাকা মোদী সরকার আটকে রেখেছে। দ্রুত এই টাকা দেওয়া না হলে দিল্লীতে গিয়ে আন্দোলন করা হবে। সোমবারের করনদীঘি উচ্চ বিদ্যালয় ময়দানের জনসভাতে ছিল উপচে পড়া ভীড়।







