News Britant

লাটপাঞ্চার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

দীপক কুমার ঘোষ

#দীপক কুমার ঘোষ: গতকাল রাতে ছিলাম শিলিগুড়ির গোল্ডেন লিফ হোটেলে।অপূর্ব সুন্দর পরিচ্ছন্ন একটা হোটেল। আজ সকাল সাড়ে সাতটায় ড্রাইভার নক করলো। তৈরীই ছিলাম আমরা।রওয়ানা দিলাম। গন্তব্য লাটপাঞ্চার।পথে বিরিকদারা ভিউ পয়েন্ট। অসাধারণ ভিউ নিয়ে আমাদের সাদর আমন্ত্রণ জানালো। সেখানে খানিকক্ষণ কাটিয়ে কিছু ফোটো শ্যুট করে গাড়িতে উঠে বসলাম।

আঁকাবাঁকা পথ ধরে পাহাড়ের বুক চিড়ে পাইনের সারিকে পেছনে ফেলে আমাদের বোলেরো ছুটে চলছে লাটপাঞ্চারের পথে। লাটপাঞ্চারের প্রবেশ পথেই যোগিখোলা রক ক্লাইম্বিং স্পট। বড় সুন্দর সেই স্পট।রক ক্লাইম্বিং করার সাহস পেলাম না। কিছু ছবি তুললাম।এবারে গাড়ি ছুটে চললো গুরুং হোমস্টের উদ্দেশ্যে।ঘড়িতে তখন বারটা ত্রিশ। পৌঁছে গেলাম গন্তব্যে।এখানকার আকর্ষণ হর্ণবিল।

খোঁজ নিয়ে জানা গেলো এখন তাদের অফ সিজন, দেখা মিলবে না।মনটা খারাপ হয়ে গেলো। কি আর করা।লাঞ্চ করে খানিকটা বিশ্রাম নিয়ে বের হলাম নবনির্মিত মনেস্ট্রি দেখতে।গত মার্চে তৈরি হয়েছে মনোরম এই বৌদ্ধমন্দির। অনেকটা সময় কোথা দিয়ে কেটে গেলো বুঝতেই পারলাম না। বেশ কিছু ছবি ক্যামেরাবন্দী করে সন্ধেয় ফিরে এলাম হোমস্টের আস্তানায়। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলো ধুমায়িত চা সঙ্গে ভেজ পাকোড়া।

এখন বসে আছি হোমস্টের বারান্দায়। অন্ধকার নিসর্গ, রাহুগ্রস্ত চাঁদ, দূরে পাহাড়ের চূড়ায় জনপদের আলো সব মিলিয়ে অপূর্ব সুন্দরী লাটপাঞ্চারের প্রেমে মাতোয়ারা সবাই। রাত বাড়ছে, বাড়ছে নির্জনতা। অন্ধকারের বুক চিড়ে ভেসে আসছে ঝিঁঝিঁপোকার বিরামহীন সঙ্গীত সাধনা।

Leave a Comment

Also Read