News Britant

শ্রমিক দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর:  ১লা মে পেরিয়ে গেলেও ওই দিনটিকে সামনে রেখেই সামাজিক কর্মসূচি অব্যাহত ইসলামপুরে। এই দিনটি বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পরিচিত সকলের কাছে। এই উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহন করল মাড়োয়ারি যুব মঞ্চ ইসলামপুর ও ইসলামপুর একতা শাখা। এই ২ সংগঠন শ্রমিকদের নিয়ে যৌথভাবে শ্রমিক দিবস পালন করেছে।
শ্রমিক দিবস উপলক্ষে উভয় শাখার সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিক ভাইদের সম্মানে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের উপহার হিসেবে  জুতো,  মিষ্টি ও ঠান্ডা পানীয়, গামছা,  ইত্যাদি  শ্রমিক ভাইদের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে ইসলামপুর মাড়োয়ারি যুব মঞ্চের সভাপতি সত্যনারায়ণ আগরওয়াল, সম্পাদক মণীশ আগরওয়াল, কোষাধ্যক্ষ ভেংকট আগরওয়াল এবং মাড়োয়ারি যুব মঞ্চ ও একতা শাখার পদাধিকারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment