News Britant

শুধু বাংলাদেশ রেলওয়ে নয়, এবার মেট্রোরেলে ঢিল পড়লো, মামলা দায়ের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )


#হাবিবুর রহমান, ঢাকা: শুধু রেলেই নয় এবার বাংলাদেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়াকাণ্ডে  মামলা দায়ের হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলাটি করেছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় আজ রাতে একটি মামলা হয়েছে। মেট্রোরেল আইন- ২০১৫ অনুসারে মামলাটি হয়েছে। মামলায় একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের খুঁজে বের করতে আমাদের একাধিক টিম কাজ করছে।

গত সোমবার রাতে মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়া কাণ্ডে মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করেন। এতে মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। মামলায় উল্লিখিত ধারায় সর্বোচ্চ শাস্তি, পাঁচ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকার জরিমানা আর সর্বনিম্ন শাস্তি হচ্ছে দুই বছরের কারাদণ্ড।

মেট্রোরেল আইন ২০১৫ এর ৩৫ ধারাতে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যদি মেট্রোরেল ও তার যাত্রীদের নিরাপত্তা বিঘ্ন হয় বা বিঘ্ন হওয়ার আশঙ্কা থাকে, এ ধরণের কোনো কর্মকাণ্ড করে থাকে, তাহলে ওই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এই অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটিমহল এ কাজ করেছে। উল্লেখ্য, মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা-উত্তর স্টেশনে যাওয়ার পথে রাজধানী ঢাকার কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢিল ছোড়ার কাণ্ড ঘটে। ঢিলটি মেট্রোরেলের জানালায় আঘাত হানে।

Leave a Comment