





#ইসলামপুর: ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ফ্রিডম ডে কে সামনে রেখে আয়োজিত হল পড়ুয়াদের নিয়ে খবর লেখা প্রতিযোগিতা। এই ব্যতিক্রমী প্রতিযোগিতার অংশ নেয় ইসলামপুরের বিভিন্ন স্কুলের একাধিক পড়ুয়ারা। ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সুশান্ত নন্দী সম্পাদক মেহেদী হেদায়াতুল্লাহ সহ সম্পাদক কাজল মন্ডল, সর্বাশীষ কুমার পাল সহ অন্যান্য সদস্যরা।


বর্তমান প্রজন্মের পড়ুয়াদের মধ্যে সাংবাদিকতার বিষয়ে আগ্রহ সৃষ্টি করতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই কর্মসূচি শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কার ও মানপত্র প্রদান করা হয়।










