News Britant

করনদীঘিতে পাকড়াও মোবাইল চোর 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কল্যান ব্যানার্জী, করনদীঘি: এক মোবাইল চোরকে হাতেনাতে ধরল এলাকাবাসী।করনদীঘি থানার বিলাসপুরের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বসরগাও গ্রামের বাসিন্দা শ্রবন অটো চালান। বৃহস্পতিবার বিলাসপুরে হাট ছিল। এদিন দুপুরে তিনি বাড়ী থেকে খাবার খেয়ে বিলাসপুর অটো স্ট্যান্ডে আসেন। তিনি তার অটোতেই জিরিয়ে নিচ্ছিলেন।

আচমকাই মোবাইল চোর তার পকেট থেকে মোবাইল চুরি করে চম্পট দিতে থাকে। বিষয়টি বুঝতে পেরে তিনি চোরের পিছনে ছুটতে থাকেন।কিছু দুরে ধরা পড়ে মোবাইল চোর। চোরটিকে তুলে দেওয়া হয় করনদীঘি পুলিশের হাতে। পুলিশ মোবাইল চোরের পরিচয় ও আরো তথ্য জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি করনদীঘিতে মোবাইল চুরির ঘটনা মাঝে মাঝেই ঘটছে। ভীড় বাসে উঠার সময়ে মোবাইল চুরি করে পালাচ্ছে চোরেরা।

Leave a Comment

Also Read