News Britant

ইসলামপুরে পরম গুরুর জন্মোৎসব উদযাপন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: পরম গুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজির ১০২ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে জাঁকজমকপূর্ণ ভাবে। এই উপলক্ষে আজ ইসলামপুরের আনন্দমার্গ স্কুলে একটি ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। আজ সকাল ছ’টায় শঙ্খ ধ্বনী, উলুধ্বনী ও জয়ধ্বনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এরপর প্রভাত সঙ্গীত, কীর্তন, সাধনা, বানী পাঠ সহ ধারাবাহিক নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর দুটো থেকে চলে প্রসাদ গ্রহন পর্ব। যাকে ঘিরে মেতে উঠেছেন সাধারন ভক্তরা।

Leave a Comment