





#ইসলামপুর: মর্মান্তিক পথ দূর্ঘটনার বলি ১। ঘটনায় আহত হয়েছে অপর জন। এই ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুরে কর্মতীর্থের সামনে জাতীয় সড়কের উপরে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আশফাক আলি। তার বাড়ি চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের লালুগছ গ্রামে। আহত হয়েছে আশরাফুল হক নামের এক নাবালক।
জানা যায় এদিন আশফাক ও আশরাফুল একটি বাইকে চেপে সোনাপুর থেকে বাড়ি ফিরছিল। পথে দাঁরিয়ে থাকা কন্টেনারের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশফাককে মৃত বলে ঘোষনা করে।
অপরদিকে আহত ১২ বছরের নাবালককে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।
