





#ইসলামপুর: আবার ইসলামপুরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার গোয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। আজ সকালে দেখা যায় স্কুলের দরজার তালা ভাঙ্গা। ভেতরে গিয়ে দেখা যায় বিভিন্ন জিনিসপত্র লুঠ হয়ে গিয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন দত্ত বলেন, মিড ডে মিলের বাসন পত্র, জলের ট্যাঙ্ক, পাইপ নানান জিনিস চুরি হয়েছে। শুধু তাই আলমারি খুলে পাঠ্য বইপত্রও চুরি করে পালায় দুস্কৃতীরা। ইতিমধ্যেই ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
