News Britant

আন্তর্জাতিক কলতান দিবস পালিত বালুরঘাটে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )


#বালুরঘাটঃ প্রতি বছর মে মাসের প্রথম রবিবার দিনটি পালিত হয় আন্তর্জাতিক কলতান দিবস হিসেবে। মূলতঃ প্রকৃতিতে পাখিরা মিলে যে সুরের ঝর্ণা সৃষ্টি করে, আজকে তা উদযাপনের দিন। সেই বিশেষ দিন উপলক্ষে এদিন দক্ষিণ দিনাজপুর বার্ডার্স ক্লাব, পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্প ও বালুরঘাট সাইকেল কমিউনিটি মিলে এই দিনটি উদযাপন করল বালুরঘাটের পাশেই দোগাছি বনাঞ্চলে।

বড়দের পাশাপাশি এদিন এই কলতানে অংশ নিয়েছিল অযোধ‍্যা কালিদাসী বিদ‍্যালয়, বালুরঘাট উচ্চ বিদ‍্যালয় ও ললিত মোহন আদর্শ উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষার্থীরাও। এদিন বালুরঘাট থেকে সাইকেল চালিয়ে এই প্রকৃতি অভিযানে অংশ নেন সকলে। দিশারী সংকল্প, দক্ষিণ দিনাজপুর বার্ডার্স ক্লাব, বালুরঘাট সাইকেল কভিউনিটির পক্ষে প্রকৃতিপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন, ১৯৮৪ সাল থেকে আন্তর্জাতিক ভাবে কলতান দিবসের সূচনা হয়।

সেই বছর থেকেই পাখির গানের সুরঝর্ণা বিশ্বব‍্যাপী শোনা যায় রেডিওতে। তুহিন বাবু জানান, এদিন সেই উপলক্ষ্যেই দোগাছিতে একসঙ্গে পাখির কলতান শুনলো প্রকৃতিপ্রেমীরা। বসন্তবৌরি, মাছরাঙা, কাঠকরা, পিউ কাহা, ইষ্টিকুটুম পাখির ডাক। সৃষ্টি হয়ে উঠল এক নৈসর্গিক অনুভূতি। পাখির ডাক শুনে পাখি চিনে নেয় স্কুল পড়ুয়া অনয়, সুজয়, জিত, রোহিত, আদিত‍্য, দেবানন্দ, মানিক, অনিরুদ্ধরা। উদ্যোক্তাদের মতে, আন্তর্জাতিক কলতান দিনটি ক্রমশঃ জনপ্রিয় হচ্ছে।

সমগ্র বিশ্বের আন্তর্জাতিক কলতান দিবসের কর্মসূচি কয়েকবছর আগে একবার চাপড়ামারি অভয়ারন‍্য‍ে হয়েছিল। এদিন দোগাছিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার দন্ত‍্য চিকিৎসক প্রান্তিক ভান্ডারী, পাখিপ্রেমী সুমন ঘোষ, অমল বসু, বিজন সরকার, সঙ্গীত কুমার দেব, অঞ্জন দাস, নীলাদ্রি শেখর মুখার্জী, সনাতন প্রামাণিক প্রমুখ।

Leave a Comment