



#মালবাজার: মাল থানার সামনে টানা ৩৫ ঘন্টা অনশন অবস্থান চালানোর পর শনিবার রাতে হটাৎ অসুস্থ হয়ে পড়েন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা বরা। দ্রুত তাকে পাশের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে খাওয়ার খাইয়ে দেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ। যদিও এই আহার অনশন ধর্না প্রত্যাহার বলে মানতে রাজি নয় রীনা বরার অনুগামীরা। তাদের বক্তব্য চিকিৎসার প্রয়োজনে খেতে হয়েছে তবে ব্লক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।


প্রসঙ্গত উল্লেখ্য, মাল পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা বরা গত ২৯ এপ্রিল মাল থানায় লিখিতভাবে এইমর্মে অভিযোগ করেন যে ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ তাকে শয্যাসঙ্গী করতে চেয়ে কুপ্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে নানাভাবে হেনেস্থা করা হচ্ছে। এই অভিযোগ হতেই মাল এলাকার রাজনৈতিক মহল সরগরম হয়ে ওঠে। চলে পরস্পর বিরোধী বক্তব্য। ব্লক সভাপতি আদালতে জামিন নেন। এই পরিবেশে গত শুক্রবার রীনা বরা সদলবলে ব্লক সভাপতি সুশীল প্রসাদের শাস্তির দাবীতে অনশন ধর্নায় বসে।


ধর্না প্রত্যাহারের জন্য দলের পক্ষ থেকে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা তাকে ধর্না তুলে দিয়ে দলের সভায় আসার অনুরোধ করেন। কিন্তু, তিনি ধর্না চালিয়ে যায়। এরই মাঝে শুক্রবার দুফুরের পর পালটা ধর্নায় বসে সুশীল বাবুর লোকজন। পরে সুশীল বাবুর লোকজন উঠে গেলেও রীনা দেবী ধর্না চালিয়ে যান। শনিবার সন্ধ্যার পর রীনাদেবী অসুস্থ বোধ করেন এবং রাতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী বুলু জেলা সভানেত্রী মহুয়া গোপ। তারা ডাক্তারের পরামর্শ মতো তাকে খাওয়ার খাইয়ে দেন। এতেই গুঞ্জন ওঠে রীনা দেবী অনশন প্রত্যাহার করেছেন।

কিন্তু, রীনা বরা রবিবার সকালে জানান তার অনশন জারি আছে। ডাক্তারের নির্দেশ মতো তাকে খাওয়ার নিতে হয়েছে। অন্যদিকে রীনা বরার পক্ষে দাঁড়িয়েছেন ডুয়ার্সের আদিবাসী সমাজ। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজকুমার টোপ্পো বলেন, আমরা ডুয়ার্সের আদিবাসী সমাজের মানুষ রীনা বরার পক্ষে আছি। উনি যে ন্যায় বিচার চেয়ে ধর্নায় বসেছেন তাকে আমরা সমর্থন করি। রীনা অনশন প্রত্যাহার করেনি।ডাক্তারের পরামর্শে আহার নেওয়ার অর্থ এই নয় যে অনশন ভেঙেছেন। আমরা রীনা বরার প্রতি ন্যায় বিচারের দাবিতে আগামী মঙ্গলবার থেকে আন্দোলনে নামবো।







