News Britant

কবিপক্ষের সুরেলা সন্ধ্যা উপহার দিল নটরাজ নৃত্য মন্দির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: নটরাজ নৃত্য মন্দিরের প্রথম বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে উদ্দীপিত রবীন্দ্র অনুরাগীরা।সাত মে ইসলামপুরের বাস টার্মিনাসের মুক্ত মঞ্চে উদ্বোধনী নৃত্য আনন্দলোকে মঙ্গলালোকে দিয়ে শুরু এদিনের অনুষ্ঠান। এরপর ঋতু পর্যায়ের নৃত্য আলেখ্যে বিভিন্ন নৃত্য মুদ্রায় মন্দ্রিত হয়ে ওঠে অনুষ্ঠান। পঁচিশে বৈশাখের দুই দিন আগে হলেও কবি পক্ষে গোটা অনুষ্ঠান জুড়ে ছিল রাবীন্দ্রিক আবহ।
নুপুর বোস ভৌমিকের একক রবীন্দ্র সংগীত অসাধারণ। একক নৃত্যে ঈশানভি সাহা দাস এই প্রজন্মের দিশা। নৃত্য কেন্দ্রের অধ্যক্ষা দেবশ্রী সাহার নৃত্য মুদ্রায় ছিল শান্তিনিকেতনী ঘরানার ছাপ। আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগীত শিল্পী সঞ্জীব বাগচী, কবি নিশিকান্ত সিনহা, লেখক, সমাজকর্মী ও শিক্ষক সুশান্ত নন্দী, নাট্যকার উত্তম সরকার, বাচিক শিল্পী পায়েল পাইন, সংগীত অনুরাগী অপর্ণা বাগচী, সংগীত শিল্পী সুচেতা চক্রবর্তী।
উপস্থিত ছিলেন নৃত্য শিল্পী দীপিকা চক্রবর্তী, আইভি বিশ্বাস, সংগীত শিল্পী বিউটি চক্রবর্তী, তবলা বাদক মানবেন্দ্র চক্রবর্তী, প্রবাল দে সরকার, বাচিক শিল্পী অনিন্দিতা বিশ্বাস প্রমুখ। সংস্থার তরফে বার্ষিক পুরুস্কার বিতরণ করা হয় এদিন। দ্বিতীয় পর্বে কাঞ্চন দাসের নির্দেশনায় ওয়েব মিউজিকের জমজমাট সুরেলা পর্ব ছিল অনবদ্য। সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠুন দত্ত ও জ্যোতি বিশ্বাস।

Leave a Comment