



#রায়গঞ্জঃ মঙ্গলবার সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম দিবস মহাসমারোহে ও শ্রদ্ধার সাথে পালন করল উত্তর দিনাজপুর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা। এতে ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবিকা দের নিয়ে নাচ গান কবিতায় এক সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কার্যালয়ে জমজমাট হয়ে উঠল রবীন্দ্র স্মরণ।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন যাতে কোন প্রকারে অনুষ্ঠান বন্ধ না থাকে, তার জন্য সংগঠনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের জানানো হয় অনলাইনে ছাত্র-ছাত্রীদের বাড়িতে বসে আজকে রবি ঠাকুরের নাচ গান কবিতা অংকন প্রভৃতি বিভিন্ন করা অনুষ্ঠান স্কুল হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন গ্রুপ গুলোতে ছড়াতে। সেইমতো অনেক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা তাদের স্কুলের সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো থেকে ছাত্র-ছাত্রীদের সাথে রবি ঠাকুরের কে বিভিন্নভাবে স্মরণ করেন।
শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন জায়গার সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েও সরাসরি ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা দের নিয়ে অনুষ্ঠান করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, বাম আমলে চুরি যাওয়া রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ যেমন এখনও সিবিআই নামক কেন্দ্রীয় এজেন্সি দিয়ে উদ্ধার করতে পারেনি। তেমনি বিশ্ব ভারতীর গৌরব ও নোবেলজয়ী অর্থনীতি বিদ অমর্ত্য সেনকে বিভিন্নভাবে হেনস্থা করে বাংলা এবং বাঙালির কৃষ্টি সংস্কৃতির সর্বদা অপমান করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার।
রবীন্দ্রনাথের প্রিয় ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের মেলা তারা দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে। বাংলার মনীষীদের অপমানকারী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার কর্মসূচির বার্তাও আজ সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম পাল, অস্মিতা অধিকারী, শামীম আলম, নিখিল বর্মন, সনজিত পাল, প্রমূখ।
